অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে সমৃদ্ধি ফুটবল টুর্নামেন্টে গঙ্গাপুরের ৭ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুন ২০১৯ রাত ০৯:৫৭

remove_red_eye

৭৯৫

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে গতকাল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাত নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে চার নং ওয়ার্ড। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হয়ায় ট্রাইবেকারে সাত নং ওয়ার্ড ৭-৬ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ”উন্নয়নে যুব সমাজের আওতায়” গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমৃদ্ধি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুজাহিদুল ইসলাম সুজন।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল , আজাদ হোসেন, ক্রিড়া এবং সাংস্কৃতির কর্মকর্তা মোঃ আলমগির হোসেন উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রুবেল, সমৃদ্ধি কর্মসুচির কর্মকর্তা মোঃ সেলিম ও তৌহিদ মোল্লা প্রমুখ।
টুর্নামেন্টে সাতনং ওয়ার্ডের দলের নেতৃত্ব দেন ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ নশু ও চার নং ওয়ার্ডের দলের নেতৃত্ব দেন ওয়ার্ড মেম্বার গোলাম মাওলা। টানটান উত্তেজনায় খেলাটি শত শত দর্শক উপভোগ করেন। খেলা পরিচালনা করেন বোরহানউদ্দিন ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শিমুল বাকলাই ও রিয়াজ বাদশা।