অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিএনপি’র নির্যাতনের কথা আজও মানুষ ভুলেনি : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৩৪৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ২০০১ সালের অত্যাচার নির্যাতনের কথা আজও মানুষ ভুলেনি। নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।
শুক্রবার ভোলার ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিদ্দিক পাটোয়ারির জানাজার আগে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। এ সময় তোফায়েল আহমেদ বলেন, এই ছিদ্দিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সকল দুঃসময় অতিক্রম করে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখেন। ছিদ্দিক পাটোয়ারি পর পর ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হন।

 

জানাজায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু ( পিপি), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ এলাকার কয়েক হাজার গন্যমান্য ব্যক্তি।





আরও...