অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১১:১৭

remove_red_eye

৪০২





বাঁধের পার্শ্ববর্তী অংশে প্রায় ২০০ মিটারের ক্ষতিগ্রস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মেঘনার প্রবল পানির চাপে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।  ইতোমধ্যে বাঁধের নদীর পার্শ্ববর্তী অংশে প্রয় ২০০ মিটারের মত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে থাকা ৭ টি বসত ঘর ভেঙে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবন যাপন করছে। এদিকে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার শুরু করছে পানি উন্নয়ন বোর্ড।  তারা দ্রæত বালির বস্তা দিয়ে আপাতত  বাঁধ রক্ষার চেষ্টা করছে।  
স্থানীয়রা আবুল কালাম  জানান,  পূর্ণিমার জোর প্রভাবে মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিন ধরে জোয়ারের সময় পানির চাপ ও ঢেউ তীরে আঘাত করছে। এসময় দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাধাভল্লব গ্রামের শহর রক্ষা বাঁধে পানি  এসে আঘাত করে। এতে প্রায় ২০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ যথা সময়ে পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব পালন করলে বাঁধ হুমকির মুখে পড়ত না। পানি উন্নয়ন বোর্ডের উদাসিনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বঙ্গোপসাগর লঘুচাপ ও পূর্ণিমার আগাম প্রভাব গত তিনদিন ধরে মেঘনা-তেতুঁলিয়া নদী উত্তাল রয়েছে। জোয়ারের সময় উপকূলের নদ-নদীতে আগের চেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে। এতে বেশিরভাগ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায়  জিও ব্যাগ ভরে বালির বস্তা দেয়া হচ্ছে। পানির চাপ কমলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।