অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


অস্বাভাবিক জোয়ারের পানিতে ইলিশা ফেরিঘাট প্লাবিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২২ রাত ১১:২২

remove_red_eye

২৯৭


 নিন্ম চাপের প্রভাবে  উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা নদী।  একই সাথে জোয়ারের পানি কয়েক ফুট বৃদ্ধি পাওয়ায় ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় গত দুই দিন ধরে  ভোলাÑল²ীপুর নৌরুটে ফেরিচলাচল ব্যাহত হচ্ছে। অতি জোয়ারে ফেরির পন্টুন ও গ্যাঙওয়ে ডুবে যাওয়ার ফলে ফেরীতে উঠানামা করতে পারছে না যানবাহন। এতে করে বুধবার দুপুরেও ফেরিঘাট ডুবে যাওয়ায় ভোগান্তীতে পরে  ট্রাক চালক ও যাত্রীরা।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানিয়েছে,ভোলা-ল²ীপুর নৌ-রুটে ৪টি ফেরি চলাচল করে থাকে। ভোলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে নি¤œচাপ ও অতি জোয়ারে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  ভোলার ইলিশা ফেরিঘাটে যানবাহন ফেরিতে উঠানামার জন্য একটি হাই ওয়াটার ও একটি লোওয়াটার ঘাট রয়েছে। কিন্তু নিন্ম চাপের প্রভাবে অতি জোয়ারে মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ দিন দুপুর হলেই ঘাট দুটি তলিয়ে যায়। আজ বুধবার দুপুর থেকে অতি জোয়ারে ফেরিঘাটের গ্যাঙওয়ে ডুবে যায়। ল²ীপুর ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কনকচাপা ১২ থেকে ১৫টি ট্রাকসহ অন্যান্য গাড়ী নিয়ে ছেড়ে আসলেও জোয়ারের কারনে গাড়ীগুলো ঘাটে নামতে পারছে না। অন্য সময়ের চেয়ে অতিরিক্ত প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে ঘাটে আসতে।
ট্রাকের চালক রফিক জানান, নদী উত্তাল থাকায় ল²ীপুর থেকে ইলিশা আসতে অতিরিক্ত তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। কিন্তু ঘাটে আসার পরও ফেরিতে আরো দুই ঘন্টা ধরে বসে আছেন। ঘাটে থাকা ট্রাক চালকরা জানান, গত দুই দিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পারাপারের অপেক্ষায় ঘাটে কাচামালসহ অন্যান্য মালামাল নিয়ে বসে আছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিআইডবিøউটিসি  ভোলা মেরিন অফিসার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ভোলার ইলিশা ফেরিঘাটে তিন থেকে চার ফুট পানি উঠে ঘাটগুলো তলিয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে ফেরিচলাচল বন্ধ রাখা হয়েছে। ভোলা ফেরি সার্ভিসের ব্যবস্থাপক পারভেজ খান জানান, জোয়ারের পানি কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। ভোলার নদী বন্দর কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম জানান, দুর্যোগ অবস্থার প্রেক্ষিতে ছোট সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। ইলিশা ঘাট ইজারাদার হোসেন শহীদ সরোয়াদ্দি জানান, বিআইডবিøউটিএ  বরিশাল জোনের প্রকৌশলীরা ফেরি ও লঞ্চঘাট উন্নয়নে কাজ না করায় ঝড়োবাতাস ও অতিজোয়ারে ঘাট এলাকা পানিতে তলিয়ে থাকে। এতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছায়।





আরও...