অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন ও বোরহানউদ্দিনে বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে আলোচনা ও দোয়া


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

২৭৪



বাংলার কণ্ঠ প্রতিবেদকঃ ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নগদ অর্থ, সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ওমহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যন  মো. আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, সহকারী  প্রোগ্রামার মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে ৭ জন নারীকে ৭ টি সেলাই মেশিন ও উপজেলার ৩ জন নারীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণভবন থেকে ‘উপায়’ এর মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করেন।
তজুমদ্দিন প্রতিনিধি জানান, সোমবার (৮ আগস্ট) ভোলা তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ।

এ সময় এমপি শাওন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নীরব রাজনৈতিক সহকর্মী। তাঁকে আঁকা মানে পুরো বাংলাদেশকে আঁকা, জাতির পিতাকে আঁকা, তাঁর প্রেরণাকে আঁকা, তাঁর শক্তি ও দর্শনকে আঁকা।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক  সম্পাদক আমিন মাহাজন সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতির জনক  বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ও  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  সহ ১৫ই আগষ্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজান অনুষ্ঠিত হয়।  এছাড়াও সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মদিন উদযাপন উপলক্ষে অসহায়, দুস্থ  সাতজন নারীর মাঝে  সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব  নুরুন্নবী চৌধুরী শাওন  এমপি ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন , মহিলা বিষয়ক কর্মকর্তা নথেন্দ্র নাথ সরকার , কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার সহ  অন্যান্য নেতৃবৃন্দ।