অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কবিতা আবৃত্তি সংগীত ও সাহিত্য আড্ডা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২২ রাত ১১:২০

remove_red_eye

৩৩১



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা নাজিউর রহমান কলেজের প্রাক্তন  অধ্যক্ষ এম. ফারুকুর রহমান বলেছেন, কবি সাহিত্যিকদের কদর না থাকায় আজকে আমাদের এই দৈন্যদশা। আগামী প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,  আজ "উমুক ভাই এগিয়ে চলো, তমুক ভাই এগিয়ে চলো" বলে নেতাদের চিছনে ঘুরছে। নেতারাতো অনেক দূর এগিয়েছে তোমরা কতটুকু  এগিয়েছো সেটা দেখো। আগামী প্রজন্মকে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবসে আয়োজিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ফারুকুর রহমান এসব কথা বলেছেন।  শনিবার সন্ধ্যায় ভোলা প্রেবক্লাব হল রুমে অনুষ্ঠিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।  বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভোলা ভ্রাম্যমান লাইব্রেরি পাঠক ফোরাম আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।  আড্ডার মধ্যমনি ছিলেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম ফারুকুর রহমান।
সাহিত্য আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  প্রবীণ সাংবাদিক এম. এ. তাহের, বাংলা বাজার ফতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ,  উপাধ্যক্ষ সুশান্ত মন্ডল, বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, পাঠক ফোরাম ভোলা জেলা শাখার আহ্বায়ক জুন্নু রায়হান, প্রভাষক বিনয় পাল, প্রভাষক ইভান তালুকদার, সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শারমিন জাহান শ্যামলী, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম,  সংগীত শিল্পী উত্তম কুমার ঘোষ, শিল্পী জয়া গাঙ্গুলি, শিশু শিল্পী অদ্রি, তবলা বাদক ভাস্কর চন্দ্র মজুমদার, সাংবাদিক ইকরামুল আলম প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আজ শিক্ষা, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথ বড় বেশি প্রয়োজন।  শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র চর্চার উপর আরও জোর দেয়ার আহ্বান জানিয়েছেন অতিথিবৃন্দ। পরে উপস্থিত শিল্পীবৃন্দ রবি ঠাকুরের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।





আরও...