অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইলিশায় ব্যাগের মধ্যে থেকে গাঁজা উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৩৮৭


আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন নয়ন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। শুক্রবার  রাতে তাকে গ্রেফতার করা হয়।
নয়ন কুমিল্লা জেলার চান্দিনা থানার কেশেরা ইউনিয়নের কেশবপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়নকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। নয়ন একটি স্কুল ব্যাগে করে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ভোলার উদ্দেশে আসে। এর আগেও সে একাধিকবার ভোলায় মাদকদ্রব্য সরবরাহ করেছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।







আরও...