অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৫১

remove_red_eye

৬৯৯

হাসনাইন আহমেদ মুন্না : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই ¯েøাগান নিয়ে জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসাবে এসব উকরন বিতরণ করেন।
এখানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও আরো আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাস রুমের আওতায় নিয়ে এসেছেন। যার ধারাবাহিকতায় আজকে বোরহানউদ্দিনে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ। এর মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ গ্রহণ সহজ ও সুন্দর হবে। একইসাথে শিক্ষকদের পাঠদানে গতী আসবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খানম রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।