অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২২ রাত ০৮:৪৫

remove_red_eye

৩৪৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। আগের দিনও এই রোগে ২ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৮ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৬ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৩ জন। আগের দিন ৫ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৭৮ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৩৩ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন। সুস্থতার হার ৯৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২১ জন। শনাক্তের হার ৩ দশমিক ৫৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ২৫ শতাংশ।

সুত্র বাসস