অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৬

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ভোলা পরানগঞ্জ  মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত খেলায় জেলার ০৪ টি  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোকাদ্দেছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। আরো উপস্থিত ছিলেন পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম। ভলিবল  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই ট্রফি দেওয়া হয়, এ সময় বক্তারা বলেন,সুস্থ, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে   ছেলেমেয়েদের  মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ  হিসেবে কাজ করে। এ সময় প্রচুর ক্রীড়া মোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।