অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


বাবা-মায়ের কবরের পাশেই ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

৩০৮




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দ্বিতীয় জানাজা নামজ শেষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃতদেহ পারিবারি কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে  দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নুরে আলম দলীয় কোনো প্রোগ্রামে নিহত হয়নি। সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি আনতে সে নিজের জীবন দিয়ে গেছেন। এক দিন এক দিন এ হত্যার বিচার হবে।
জানাজায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, অন্যায়ভাবে, অযাচিতভাবে গুলি করে আমার সহযোদ্ধাকে হত্যা করায় আজ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কারন আমরা শোকাহত। কিন্তু একদিন আমরা এ শোককে শক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ।
আজকে নুরে আলমের জানাজায় একটি শপথ করতে চাই, যারা আমার প্রাণপ্রিয় সহযোদ্ধাকে হত্যা করেছে যদি বেচে থাকি বাংলার মাঠিতে এ হত্যার বিচার করবে জাতীয়তাবাদী ছাত্রদল। জানাজায় নিহত নুরে আলমের বড় ভাই আবুল কাশেম বক্তব্য রাখেন। তিনি তার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
গত ৩১ জুলাই রবিবার গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অনেক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ নুরে আলমকে ঢাকায় নেয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন নুরে আলম। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় তার প্রথম জানাজ অনুষ্ঠিত হয়। পরে বরিশাল হয়ে সড়ক পথে তাকে ভোলায় আনা হয়। এ সময় নেতাকর্মীরা নুরে আলমের মরদেহ বহনকারী ফ্রিজিংগাড়ীসহ কয়েক শত মোটরসাইকেল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।   ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বৃহস্পতিবার রাতে ভোলায় এসে পৌঁছে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী এবং শোকাহত সাধরণ মানুষ নিহত নুরে আলমকে এক নজর দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে ভীড় করেন দলীয় কর্যালয়ের সামনে।

নুরে আলমের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সটি রাত সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছে। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ সেখানে রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় নুরে আলমের নিজ বাড়ি চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আলতাজের রহমান কলেজ এলাকায়। সেখানে রাত ১০ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...