অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পশ্চিম ইলিশায় রড সিমেন্টের দোকানে চালের টিন কেটে চুরি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৪৪০



মোঃ ইসমাইল : ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের হাওলাদার মার্কেটের মেসার্স মক্কা ট্রেডার্স রড ও সিমেন্টের দোকানের টিন কেটে নগদ টাকা চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
দোকান মালিক ফোরকান জানান, আমি প্রতিদিনের ন্যায় গত ০২ /০৮/২০২২ ইং তারিখ রাত্র অনুমানিক ৯ টার দিকে দোকানের কার্যক্রাম শেষ করে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান। পর দিন ৩ আগস্ট সকল  ৭ টার দিকে দোকানের তালা খুলে দেখেন দোকানের ভিতরে মালামাল এলোমেলো অবস্থায় এবং ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। দোকানের রড সিমেন্ট বিক্রিকৃত নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা নেই । দোকানের মাঝ বরাবর চালের টিন কাটা । তিনি আরও জানান, এই বিষয় তিনি অজ্ঞাত নামা চোর/ চোরদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।





আরও...