অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিএনপি ও পুলিশ সংঘর্ষ : প্রকৃত ঘটনা উৎঘাটনে ভোলায় বৃহস্পতিবার আসছেন বিএনপির প্রতিনিধি দল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:০৯

remove_red_eye

২৬৫







বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য কেন্দ্রীয় বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর  চন্দ্র রায়ের নেতৃত্বে এই প্রতিনিধি টিম ভোলায় আসবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অপর দিকে পুলিশ-বিএনপি সংঘর্ষের  ঘটনায় বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা থেকে একজনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে।

 ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপন  জানিয়েছেন, বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৩১ জুলাই ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষে নিহত সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের পরিবাররের ও আহতদের সরেজমিনে খোজঁখবর নিবেন। এছাড়াও ওই দিনের প্রকৃত ঘটনা উৎঘাটন করবেন।  বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে গঠন করা প্রতিনিধি দলে কেন্দ্রীয় বিএনপির নেতা বাবু গয়েশ্বর  চন্দ্র রায় ছাড়াও ১০ সদস্যের টিমের অন্যন্য সদস্যরা হচ্ছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক (বিরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান,কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বিএনপি নেতা হুমায়ুন কবির সোপন আরো জানান, বিএনপির এই প্রতিনিধি টিম বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলার উদ্দ্যোশে রওয়ানা দিবেন। তারা বৃহস্পতিবার সকালে ভোলার দক্ষিন দিঘলদী ইউনিয়নে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে তার পরিবারের স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের খোজঁখবর নিবেন ও নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অন্যান্য আহতসহ তাদের পরিবারের খোজঁখবর নিয়ে ওই দিনের প্রকৃত ঘটনা জানবেন। পরে তারা এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।  
এদিকে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির সাংবাদিকদের জানান, বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়ন থেকে বুধবার দুপুরে রাকিব নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।








আরও...