অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় টায়ারে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ বৃহস্পতিবার সকল সন্ধ্যা হরতাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

২৮২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর ছাড়য়ে পড়লে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিকেল সাড়ে ৪টার থেকে   সন্ধ্যাপ পর্যন্ত শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে তাঁরা। বিএনপি অফিস কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে প্রায় আধা ঘন্টা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ।  এ সময় শহরের মহাজনপট্রি এলাকায় দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিাবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপি  সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটেকল নিক্ষেপের ঘটনা ঘটে।  সংঘর্ষে  ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় । নিহত হয় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী । এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিআর সেল এবং রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে।   বিএনপির পক্ষ থেকে বলা হয় ওই সংঘর্ষে জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং ওই দিনই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান গনমাধ্যমকে জানান, ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দুপুরে ভোলা  জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম  রাজধানীর কমফোর্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার স্ত্রী ও একটি কন্যা শিশু রয়েছে।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবর ছাড়য়ে পড়লে বিকালে ভোলায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতকর্মীরা। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মহাজনপট্রি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।  জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর নুরে আলম নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোলায় সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে বলেন, পুলিশের হমলায় আহত ছাত্রদল সভাপতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে বুধবার দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ধরনের নৃশংস হত্যাকাÐ আর কতদিন চলবে?  স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারি পুলিশ বাহিনীর বিচারের দাবিতে  বৃহস্পতিবার  সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেন তিনি। এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাবো। কোনো ভাবেই আমাদের দমন করা যাবে না।অপর দিকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে শহরের বিএনপি অফিস এলাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। এ সময় একজন একজন ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন সন্ধ্যায় জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ম্যাজিষ্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।









আরও...