অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


নতুন ৭৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ০৮:৪৬

remove_red_eye

৩১৮

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৮ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৮৮৯ জন, ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৪২০ জন এবং ঢাকার বাইরে ৪৬৯ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫৪৪ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ১৫৮ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৮৬ জন।
চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

সুত্র বাসস