অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার: গ্রেফতার-১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৩১৩



আকতারুল ইসলাম আকাশ : ভোলার তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রাম থেকে ৮ ফুট ৪ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।

মঙ্গলবার রাতে ওই মাদক কারবারির বাড়ির আঙ্গিনা থেকে পুলিশ ওই গাছ উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি কাজল ওই গ্রামের বাসিন্দা।

তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই গ্রামে  অভিযান চালিয়ে প্রথমে মাদক কারবারি কাজলকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির আঙ্গিনা থেকে ৮ ফুট ৪ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যাঁর ওজন প্রায় ৪ কেজি। ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর রহমান জানান, কাজল একজন মাদক  কারবারি। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর বাড়ির আঙ্গিনা থেকে একটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে।