অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নিহত সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের দাফন সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

২৬৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের জানাজা শেষে তার দাফন স¤পন্ন করা হয়েছে।
সোমবার  দুপুর ২টায় শহরের গোরস্থান মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। যোহর নাম শেষে জানাজায়  ভোলা জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম,  সাধারণ স¤পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম স¤পাদক হুমায়ুন কবির সোপান, বিএনপি নেতা হেলাল উদ্দিন,তরিকুল ইসলাম কায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার আল আমিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা  আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ জানান, বিকালে আছর নামাজের পর দক্ষিন দিঘলদী ইউনিয়নের গ্রামের বাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ভাই আব্দুর রাজ্জাকসহ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক স¤পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন সদর হাসপাতালের মর্গে সামনে নিহতের স্বজনদের সমবেদনা জানিয়ে এ হত্যার বিচার দাবি করেন।







আরও...