অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের ৬ জুয়াড়িকে জেল হাজতে প্রেরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা আগস্ট ২০২২ রাত ১২:০৩

remove_red_eye

৩২২


তজুমদ্দিন প্রতিনিধি  : তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে। শনিবার দিবাগত গভীর রাতে শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ শম্ভুপুর সাকিনের জনৈক  মোস্তফা মিয়ার বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ তাদের আটক করে। পরে রবিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের হাজতে প্রেরণ করেছে।
থানা সুত্রে জানায় তজুমদ্দিন থানার এস আই শামীম সর্দারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দক্ষিন শম্ভুপুর সাকিনের জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সময় সেখান থেকে জুয়া খেলারত ৬ জনকে আটক করেন তারা। আকট ব্যক্তিরা হলো দক্ষিন খাসেরহাট ৫ নং ওয়ার্ড এলাকার মোঃ শাহিন (২৪) পিতা- মোঃ কামাল, মোঃ আলামীন (২৫) পিতা- মোঃ শাহজাহান, মোঃ জাকির (২৫) পিতা- আঃ রব, চাঁদপুর শায়েস্তা কান্দি ৯ নং ওয়ার্ডের মোঃ লোকমান (৩০) পিতা- মোঃ ইউনুচ, আড়ালিয়া ৭ নং ওয়ার্ডের মোঃ শহিদুল (২২), পিতা- মোঃ নূরনবী, লামছি শম্ভুপুর ৭ নং ওয়ার্ডের মোঃ ফরিদ উদ্দিন (৩৮), পিতা- ছায়েদুল হক চৌকিদার। এসময় গ্রেফতার ব্যক্তিদের জুয়া খেলার স্থান হইতে ৩৫,৭০০ (পয়ত্রিশ হাজার সাতশত) টাকা, জুয়া খেলারত খোলা ৫২ খানা তাস, ৫টি তাসের প্যাকেট আলামত হিসেবে জব্দ করা হয়।
এস আই শামীম সর্দার জানান,  প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সালের ৪ ধারার তজুমদ্দিন থানার নন এফ আই আর প্রশিকিউশন ১৭/২২, তাং-৩১/০৭/২০২২ দাখিল পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।





আরও...