অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সংবাদ সম্মেলনে ভোলা জেলা বিএনপির দাবি বিনা উস্কানিতে বিএনপি কর্মীদের উপর পুলিশের হামলা গুলি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

২৮৮

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর  অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। রবিবার দুপুরে বিএনপি সভাপতি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।  
এসময় তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ জুড়ে লোড শেডিংয়ের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন তাঁরা। পরে সাড়ে ১১টার দিকে সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় বিনা উসকানিতে পুলিশ বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর এলোপাতাড়ি রাবার বুলেট, টিয়ারসেল ও সটগানের গুলি ছুড়তে থাকে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। গুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তিনি এই ন্যাক্কার জনক ঘটনার বিচার দাবি করেন। জেলা বিএনপির সভাপতিসহ নেতাকর্মীরা অবরুদ্ধ রয়েছেন দাবি করেন তিনি আরও বলেন, পুলিশ দলীয় কার্যালয় এবং তার বাড়িঘর ঘেরাও করে রেখেছে। সাংবাদিক ছাড়া কাউকে তার বাড়িতে আসতে কিংবা বেরুতে দিচ্ছে না পুলিশ। এ জন্য তার বাড়িতে আশ্রয় নেয়া আহত নেতাকর্মীরা চিকিৎসা নিতে পারছেন না। কেন্দ্রের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।





আরও...