মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২২ রাত ০৮:৪২
৫৯৫
আবদুল্লাহ জুয়েল, মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপকূলের মেঘনায় ভরা মৌসুমে জেলের জালে মিলছেনা রুপালি ইলিশ। যেন নিখোঁজ রয়েছে ইলিশ। সেই নিখোঁজ রুপালি ইলিশের খোঁজে জেলেরা দিনব্যাপী জাল পেতেও পাচ্ছেন না কাঙ্খিত ইলিশ। দু’ চরটি যা পাচ্ছেন তাতে তাদের ট্রলারের তেল খরচও উঠছে না। তাই পরিবার পরিজন নিয়ে দু বেলা দু মুঠো ভাত জোটানোও কষ্টকর হয়ে পড়েছে। অথচ প্র্রতিনিয়ত ঋণের বোঝা বাড়েই চলছে। তাই অনেক জেলে দিশেহারা হয়ে অন্য পেশায় নামতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার কাজের সন্ধানে ঢাকা-চট্রগ্রাম পাড়ি জমাচ্ছেন।
তবে মেঘনায় আগস্ট- সেপ্টেম্বর মাসে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে বলে আশা করছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান। একই আশাবাদ ব্যক্ত করেছেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা।
মেঘনার ইলিশ জেলে শাহে আলম মাঝি জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৪ হাজার টাকার বাজার-সদাই করে ৭ জেলেকে সাথে নিয়ে মেঘনায় ইলিশ শিকারে যায়। টানা ৬ ঘন্টা জাল পেতে রাখে মেঘনায়। তারপর জাল টানা শুরু করে। জালা টানা শেষে দেখে মেলে ৪ ইলিশের।
তিনি জানান, শুক্রবার সকালে ঘাটে এসে সেই ৪শত-৫শত গ্রামের ৪ টি ইলিশ আড়তদারের কাছে বিক্রি করেন ১২ শত টাকায়। এতে করে একদিন মেঘনায় মাছ শিকারে যাওয়ায় লোকসান হয় তিন হাজার দুইশত টাকা। সেই লোকসানের টাকা ও সংসার চালাতে ফের আড়তদার থেকে ঋণ নিবেন তিনি। এভাবে প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা।
এদিকে হাজিরহাট মৎস্য ঘাটের মতিন মাতাব্বরের আড়তের মাঝি কালাম, হারুন, জাকির, ও ইব্রাহীম মাঝি জানান, ইলিশের আশায় প্রতিনিয়ত মেঘনায় যাই। কিন্তু প্রত্যেক দিনই একই অবস্থা। কোনদিন ৪ টি আবার কোনদিন ৬টি ইলিশের বেশি পাওয়া যায়না। এতে করে তেল খরচ ও খাবারে যে টাকা যায় ইলিশ বিক্রি করে সেই টাকা ওঠে না। এভাবে ইলিশ ধরা পড়লে দেনার দায়ে দেশ ছেড়ে পালাতে হবে।
হাজিরহাট মৎস্য ঘাটের মৎস্য আড়তদার মতিন মাতাব্বর, দাসেরহাট ঘাটের গিয়াস উদ্দিন আযম, বাছেদ মেম্বার, টেকের মাথার আড়তদার আবুল কাশেম মেম্বার, পঁচা কোড়ালিয়া ঘাটের আড়তদার লিটন শাহ ও ছাত্তার জানান, ভরা মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই। এতে করে প্রতিনিয়ত জেলেদের মাছ শিকারের জন্য টাকা দিতে হয়। আর সেই টাকা তারা ঢাকার আড়তদারদের কাছ থেকে নেয়। এতে প্রতিনিয়ত তাদেরও ঋণের বোঝা বাড়ছে। ইলিশ না পড়লে তাদের কোটি কোটি টাকা লোকসান হবে।
সরেজমিনে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টায় হাজিরহাট মৎস্য ঘাট, দাসেরহাট ঘাট, জনতা ঘাট, টেকের মাথা ঘাট, পঁচা কোড়ালিয়া ঘাট গিয়ে দেখা যায়, মৎস্য আড়তদাররা মাছের গদি খুলে বসে রয়েছে। কিন্তু গদির বাক্সে ইলিশ নেই। কিছুক্ষন পর পর ৪-৫ টি করে জেলেরা মাঝারি সাইজের ইলিশ নিয়ে গদি আসছে। পরে সেই ইলিশ গদির বাক্সে ওঠানো হয়। পরে পাইকার ডেকে হাঁক-ডাক দিয়ে বিক্রি করা হচ্ছে। একই অবস্থা প্রত্যেক আড়তদারদের।
এই ব্যাপারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান মোবাইল ফোনে জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে মাত্র। ইলিশের ভরা মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। প্রাকৃতি বৃষ্টির কারণে মৌসুম নভেম্বরে যেতে পারে। তবে আগস্ট-সেপ্টেম্বরে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মেঘনায় ডুবো চরের কারনে নদীর নাব্যতা কম থাকায় ইলিশের দেখা মিলছেনা। তবে বৃষ্টি পড়লে মেঘনায় কাঙ্খিত ইলিশের দেখা মিলবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক