অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


দৌলতখানে ২০ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুলাই ২০১৯ রাত ০৯:৪৩

remove_red_eye

৪৯৯

 

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলায় ২০টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরের অবকাঠামো উন্নয়ন উপপ্রকল্পের অধীনে ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২১৮টি বেঞ্চ বিতরন করা হয়।
শুক্রবার দুপুওে দৌলতখান উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান-এর সভাপত্বি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।