অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বর্ণাঢ্য আয়োজনে ভোলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২২ রাত ১০:২০

remove_red_eye

৩৩৪




বাংলার কণ্ঠ ডেস্কঃ ভোলা সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েমের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সহ সভাপতি এবি এম সিদ্দিক পারভেজ,  সহ সভাপতি হাসান লিটন,  সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আবিদুল আলম আবিদ।  এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি শাখোয়াত হোসেন রনি,  সহ সহ সভাপতি কচি,  সহ সভাপতি শিপন,  যুগ্ন সাধারন সম্পাদক আকবর হোসেন,  সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন সহ প্রমুখ।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং  দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনের পরোয়া করে না। জীবন বাজি রেখে মানুষের কল্যাণে রাজনীতি করছে বলেই দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ এই অগ্রযাত্রা রুখতে পারবে না ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মনপুরা প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার দুপুর ৩ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উৎযাপন হয়। পরে ১৫ আগস্টে শহীদের স্মরণ ও কেন্দ্রীয় সভাপতির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক গিয়াস উদ্দিন আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগের সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক ও আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক ও প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, আ’লীগের প্রচার সম্পাদক ও সহকারি অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান রাসেদ মোল্লা সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

তজুমদ্দিন প্রতিনিধি জানান,  ভোলার তজুমদ্দিনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  বুধবার বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসানের নেতৃত্বে বিকালে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা আধুনিক অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামালীগসহ  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান পোদ্দার।





আরও...