অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২২ রাত ০৯:১৬

remove_red_eye

২৬২



মনপুরা প্রতিনিধি \
ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার দুপুর ৩ টায় উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উৎযাপন হয়। পরে ১৫ আগস্টে শহীদের স্মরণ ও কেন্দ্রীয় সভাপতির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক গিয়াস উদ্দিন আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগের সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক ও আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন সম্পাদক ও প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, আ’লীগের প্রচার সম্পাদক ও সহকারি অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান রাসেদ মোল্লা সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।