অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


তজুমদ্দিনের হাসপাতালের মসজিদে অগ্নিকান্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০১৯ রাত ১০:০০

remove_red_eye

৫৮১

 

তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিনে বিদ্যুতের সট সার্কিটের আগুণে পুড়ে ছাই হয়েছে হাসপাতাল জামে সমজিদ। যে কারণে বর্তমানে ওই মসজিদের নিয়মিত মুসল্লিরা নামায পড়তে সমস্যার সম্মুখীন হয়েছেন। সুত্র জানা যায়, গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের সট সার্কিট থেকে আগুণের সুত্রপাত ঘটে। পরে স্থানীয়রা সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মিরা, পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মসজিদটি পুড়ে ছাই হয়ে যায়, এতে আড়াই লক্ষ টাকার পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মসজিদ কর্তৃপক্ষ। এ সময় কেউ হতাহত হয়নি। জানতে চাইলে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, হাসপাতাল জামে মসজিদে আগুণ লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ.খ.ম আখতার হোসেন বলেন, আগুণের ঘটনায় মসজিদের ২ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকার পরিমাণে ক্ষতি হয়েছে। তবে এতে হাসপাতালের কোন ষ্টাফ আহত হয়নি।