অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০৩

remove_red_eye

২৮৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : "৮০০ কোটির পৃথিবী, সকলের সুযোগ , পছন্দ ও অধিকার নিশ্চিত করি" এ ¯েøাাগানকে সামনে ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পরিবার পরিকল্পনা কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে  সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শহরে বর্নাঢ্য এক র‌্যালী বের হয়েছে। র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহামুদুল হক আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রাজিব আহমেদ,  ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক মো: হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজা বেগম , মেডিকেল অফিসার পারভীন বেগম,পরিবার কল্যাণ পরিদর্শক ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শমসের সহ ভোলা পরিবার পরিকল্পনা বিভাগে  কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু কার্যক্রমে অবদানের জন্য ২য় বারের মত ভোলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রাজিয়া খানম তালুকদার, পশ্চিম ইলিশা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফেরদৌসী বেগম, শিবপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক মাহবুবুর রহমান । সভা শেষে ভোলা জেলা পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান  রাখার জন্য পরিবার পরিকল্পনা বিভাগের ১৬ জন কর্মীর মধ্যে বিভিন্ন ক্যাটগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের পুরুস্কার বিতরণ করা হয়।





আরও...