অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫ | ২৭শে পৌষ ১৪৩১


ভোলা থেকে দেখা যাচ্ছে মহাকাশের রহস্য


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১০:৫৮

remove_red_eye

৩৮১


টেলিস্কোপ তৈরী করে  জাহিদের স্বপ্ন পূরন : বাণিজ্যিক ভাবে বিক্রি

জুয়েল সাহা বিকাশ : ছোট বেলা থেকে মহাকাশ সম্পর্কে আকর্ষণ তারপর বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে মহাকাশে আরো কিছু ধারণার পর একটি টেলিস্কোপ ক্রয় করে মহাকাশ পর্যব্যক্ষনের স্বপ্ন ছিলো তার। কিন্তু টেলিস্কোপের দাম তার সাধ্যের বাহিরে হওয়ায় নিজেই টেলিস্কোপ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন পর্যাবেক্ষনের পর মাত্র ৪ মাসের মধ্যে সফলভাবে টেলিস্কোপ তৈরি করে বাণিজ্যিকভাবে বর্তমানে অনলাইনে টেলিস্কোপ বিক্রি করছেন ভোলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া বাসিন্দা মোঃ নাজমুল আহসান জাহিদ নামে এক যুবক।
তিনি ওই এলাকার সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ নূরন্নবীর ছেলে। তিনি ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি এবং নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বি-ফার্ম ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে সম্পন্ন করেন এম-ফার্ম। পরে ২০১১ সালে তিনি একটি ঔষুধ কোম্পানিতে চাকরি শুরু করেন।
জাহিদুল ইসলাম জাহিদ জানান, তিনি ছোট বেলা থেকেই মহাকাশ সম্পর্কে আগ্রহী ছিলেন। টেলিস্কোপ তৈরি করার ইচ্ছে জাগে ২০১৬ সালের দিকে তখন তিনি একটি ঔষুধ কোম্পনিকে চাকরি করতেন। কিন্তু চাকরি করার কারণে টেলিস্কোপ তৈরির করার সময় হয়নি তার। পরে ২০২০ সালের দিকে করোনা কালীন লকডাউনের সময় টেলিস্কোপ তৈরির স্বপ্ন বাস্তায়ন করার চেস্টা করেন তিনি। লকডাউনের কারণে টেলিস্কোপ তৈরির সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি তিনি। কিন্তু এবছর ফেব্রæয়ারি মাসের দিকে তিনি টেলিস্কোপ তৈরি করাতে পুরো দমের মনোযোগী হয়। এবং মাত্র ৪ মাসের মধ্যে তিনি সফলভাবে তৈরি করে ফেলেন একটি টেলিস্কোপ। এরপর বাণিজ্যিকভাবে বিক্রির জন্য আরো পাঁচটি অ্যাস্ট্রোনমি গ্রেডের নিউনিয়ান টাইপ ডবসোনিয়ান বেস টেলিস্কোপ তৈরি করেন। তিনি তার টেলিস্কোপের নাম দিয়েছেন ওহঃবৎংঃবষষধৎ টেলিস্কোপ এবং ওই টেলিস্কোপগুলো বিক্রি করার জন্য তিনি গত ২০ দিন আগে ওহঃবৎংঃবষষধৎ নফ নামে একটি ফেইজ খুলে বিজ্ঞাপন দেন।  এরপর মাত্র কয়েকদিনের মধ্যেই তার পাঁটটি টেলিস্কোপ বিক্রি হয়ে যায়। বর্তমানে তিনি সারাদেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের টেলিস্কোপের অর্ডান নেন। খুব শিগ্রই তিনি আরো বেশি পরিমাণ টেলিস্কোপ তৈরি করতে পারবেন বলে দাবী করেন তিনি।
তিনি আরো জানান, তার তৈরি করা টেলিস্কোপ অ্যাপারচার (ব্যাসার্ধ) ১৫০ মিলিমিটারের (৬ ইঞ্চি) এবং ফোকাল লেংথ ৫৪৬ থেকে ৭৫০ মিলিমিটারে। বর্তমানে এমন হাই কোয়ালিটির বিদেশী টেলিস্কোপ  বাংলাদেশের বাজারের ৬০ থেকে ৭০ লাখ টাকা বিক্রি হয়। কিন্তু তিনি বিজ্ঞানচর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তার তৈরি টেলিস্কোপ বিক্রি করছেন মাত্র ৩০/৩৫ হাজার টাকায়। তবে সরকারিভাবে সহযোগীতা পেলে তিনি এমন টেলিস্কোপ তৈরি করে ও বাজারজাত করণে সহায়তা পাবেন।
এদিকে নাজমুল আহসান জাহিদ এর তৈরি করা টেলিস্কোপের কথা ছড়িয়ে পরলে টেলিস্কেপ দিয়ে চাঁদ, গ্রহন, নক্ষত্র দেখতে তার বাড়িতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।
জাহিদের টেলিস্কোপ দেখতে আসা মোঃ রাহাদ খান ও জাবায়েদ ইসলাম নাহিদ জানান, তারা শুনেছেন মুসলিম পাড়ার নাজমুল আহসান জাহিদ নামে এক যুবক একটি টেলিস্কোপ তৈরি করেছেন। সেটি শুনে তারা দেখার জন্য ছুটে এসেছেন তার বাড়িতে। এবং টেলিস্কোপের মাধ্যমে তারা জীবনে প্রথমবারে মত মহাকাশের চাঁদ, গ্রহ ও নক্ষত্র দেখেছেন। যা তারা কখনই স্বপ্নও ভাবেতে পারেনি ভোলায় বসে এটি দেখতে পারবেন।
মুসলিম পাড়া এলাকার ব্যবসায়ী মোঃ মনির হোসেন তুহিন জানান, তিনি শুনেছেন জাহিদ বাসা বসে কিছু একটা তৈরি করছেন। কিন্তু আসলে কি তৈরি করছেন সেটা তিনি তখন বুঝতে পারেননি। পরে পুরো তৈরি শেষ হলে তিনি টেলিস্কোপের জানতে মাধ্যমে খুব কাছ থেকেই মাহাকাশ দেখতে পেরেছেন।
তিনি আরো জানান, জাহিদের টেলিস্কোপ সারাদেশে সারা জাগিয়েছে। সে আমাদের ভোলা জেলার গর্ভ।
মোঃ আক্তার হোসেন জানান, তিনি টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পেরেছেন। এবং চাঁদের গর্তও দেখতে পেরেছেন।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তার জানা ছিলোনা। তিনি খোঁজ-খবর নিচ্ছেন। সরকারিভাবে কোন সুযোগ থাকলে তাকে সহযোগীতার আশ^াসও দেন তিনি।





চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

উপকূলীয় বেড়ি বাঁধ গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

উপকূলীয় বেড়ি বাঁধ গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দিলেন প্রতিপক্ষ

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দিলেন প্রতিপক্ষ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

আরও...