অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৬৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ভোলায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার ভোলা দারুল হাদীস মাদরাসা মিলনায়তনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে এ সভা অনুষ্ঠিত হয়।
গভায় ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার মোঃ আঃ রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, সমাজ সেবা অধিদফতর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাইম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আহসান কবীর।
আলোচনা সভায় বক্তৃতারা আমার গ্রাম-আমার শহর, তারুণ্যের শক্তি-বাংলাদেশের সম্মৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ, সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, দারিদ্র্য নির্মূল, নারীর ক্ষমতায়ন, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার, ও টেকসই ও অন্তর্ভুক্তি মূলক উন্নয়ন- সমৃদ্ধ বাংলাদেশ এই বিষয়গুলোর উপর আলোচনা করেন।