অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২২ রাত ১০:০৩

remove_red_eye

২৯৪


ভোলার দৌলতখানে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদুল হাসান বাজার তদারকী মূলক অভিযানে এ জরিমানা করেন।

ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিমানের অংশ হিসেবে তারা দৌলতখান উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তালুকদার ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা, জয়তুন্নেসা মেডিকল হলকে ২ হাজার টাকা এবং গ্রীণ মেডিকেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ বিদ্যুৎ ঘরকে ২ হাজার টাকা, যুবায়ের স্টোরকে ২ হাজার টাকা এবং ইমরান ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমনা করা হয়।

এ অভিমান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।