অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২২ রাত ১০:০২

remove_red_eye

২৪৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস বিভাগ এর আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও মৎস চাষীদের সম্মাননা জানানো হয়।
সকালে ভোলা জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন  করে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এর আগে  জেলা পরিষদ পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
র‌্যালিতে বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে  বিভিন্ন মৎসজীবী সংগঠনের নেতৃবিন্দ ও মৎসজীবীরা অংশ গ্রহন করেন। জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস বিভাগ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদ এর সভাপত্বি স্বাগত বক্তব্য রাখেন  জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ সরদার, ভোলা সদর উপজেলার   সিনিয়র  মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রমুখ। এছাড়াও  মৎসজীবী সংগঠনের নেতৃবিন্দরাও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মৎস উৎপাদনে অবদান রাখার জন্য  মো: জাহাঙ্গির,ও গুনগত মানের মাছের রেন উৎপাদনের জন্য  মো: জসিম উদ্দিন কে সম্মাননা জানানো হয়।   








আরও...