অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা ও তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২২ রাত ০৯:৫৯

remove_red_eye

২৮২



 মনপুরা ও তজুমদ্দিনে উপজেলা  প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ যথাযথ ভাবে পালনের লক্ষে সপ্তাহ ব্যাপী উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।

রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ কর্মসূচীর অংশ হিসেবে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।     
র‌্যালী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাঈদ আহম্মদসহ উপজেলা মৎস্যজীবী সমিতির নের্তৃবৃন্দ।   
তজুমদ্দিন প্রতিনিধি  জানান,“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলদেশ” ¯েøাগনকে সামনে রেখে  রবিবার  (২৪ জুলাই) সকাল ১১ টায়  তজুমদ্দিন প্রশাসনের আয়োজনে ও  মৎস্য কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে   তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে  জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
 জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ,পুরস্কার বিতরণ   র‌্যালি,মাছ অবমুক্তকরন, প্রামান্য চিত্র প্রর্দশনী, মৎস্য চাষী, মৎস্য জীবি ও সিআইজিদের নিয়ে আলোচনাসভায় তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এর সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায়
 প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যম ভোলা-এর এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন - বঙ্গ বন্ধুর  সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী   মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেশ হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একে এম শহিদুল্লাহ কিরন, চাঁচড়া চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ বেভিন্ন দপ্তরে কর্মকর্তাগন।