অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১লা মে ২০২৪ | ১৮ই বৈশাখ ১৪৩১


লালমোহনে একজন জিয়া আছে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

১৬৯



মোঃ জসিম জনি : দেড় বছরের শিশু সুমাইয়া। খেলতে গিয়ে স্ট্যাপলারের পিন মুখে নিয়ে নেয়। পিনটি গলায় আটকে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে সুমাইয়া। শনিবার সকালে লালমোহন ফরাজী বাজার এলাকা থেকে শিশুটিকে নিয়ে বাবা মা দৌড়ে লালমোহন হাসপাতালে আসে। ডিউটিরত ডাক্তার দেখে শিশুটির কিছুই করতে পারলেন না। তারা শিশুটিকে অজ্ঞান না করে এই পিন বের করতে পারবেন না বলে অপরাগতা প্রকাশ করেন। এই হাসপাতালে এ্যানেস্থেসিয়া ডাক্তার নেই। তাই ঢাকা বা বরিশাল নেওয়ার পরামর্শ দিলেন। শিশুটির বাবা শাহিন ও মা ব্যর্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলেন। কিন্তু শিশুটির গলায় পিন আটকে থাকায় তার চিৎকার তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিল। ফরাজী বাজার এলাকার উত্তর পাশে বাকলাইয়ের দোকান এলাকায় তাদের বাড়ি। সামান্য মুদি দোকান করে সংসার চালান শাহিন। এই অবস্থায় শিশুটিকে নিয়ে কী করবে তা ভেবে দিশেহারা তারা। হাসপাতাল থেকে বের হয়ে সামনেই ঔষধের দোকান জিয়ার দ্বারস্থ হলেন তারা। এই জিয়ার কাছ থেকে মাঝে মধ্যে ঔষধ নেন। জিয়া কোন ডাক্তার নন। শুধু তার ঔষধের দোকানে ডাক্তারের সাথে থেকে কিছু কাজ শিখেছে মাত্র। জিয়া শিশুটির গলা থেকে খুব সহজেই তার যন্ত্র (আর্টারি ফরসেপ) দিয়ে বের করে নিলেন আটকে থাকা পিনটি। শিশুটির বাবা শাহিন ও মা দুশ্চিন্তা মুক্ত হলেন। এই ঘটনাটি শনিবারের।    
আজ থেকে ৫ বছর আগের কথা। আমার মেয়ে তাসনিম তাহসিনের বয়স তখন মাত্র ৬। সে বাড়িতে খেলার সময় গলার মালার বড় আকারের একটি গুটি কানের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। পরে আমি জানতে পেরে তাকে নিয়ে ছুটে গেলাম লালমোহন হাসপাতালে। কর্তব্যরত একজন অর্থোপেডিক ডাক্তার তাহসিনের কান দেখে অনেকক্ষণ চেস্টা করলেন। গুটিটি বের করতে পারলেন না। একপর্যায়ে ডেন্টালের সরকারি আরেকজন ডাক্তার এসে তার যন্ত্রপাতি দিয়েও চেষ্টা করলেন। তাও পারলেন না। পরে তারা আমাকে যা জানালেন তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। আমার হাত পা কাঁপছিল। তারা আমাকে জানালেন এটা অপারেশন করতে হবে। তাকে ঢাকা নিতে হবে। ঢাকা নেওয়া ছাড়া এই গুটি বের করা সম্ভব হবে না। আমি প্রস্তুতি নিয়ে ফেললাম ওইদিনই ঢাকা যাবো। হতবিহŸল হয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতাল ব্রিজ পাড় হলে ব্রিজের গোড়ায় জিয়ার ফার্মেসি। আমাকে রিকশায় বিমর্ষ আর কোলে মেয়েকে দেখে সে জানতে চাইলো কি হয়েছে? আমি জিয়াকে সব বললাম। ছোট বেলা থেকেই জিয়ার সাথে আমার সুসম্পর্ক। সে আমার কাছ থেকে সব শুনে বললো, “নামেন”। তারপর সে আমাদের তার ফার্মেসিতে নিয়ে গেল। একটি বাঁকানো সার্জিক্যাল সুই হাতে নিয়ে নিখুঁতভাবে দুই মিনিটের মধ্যে জিয়া নিজের হাতে মালার গুটিটি কান থেকে বের করে আনলো। আমি বিস্মিত হলাম এবং আমার মাথা থেকে ভারী একটা পাথর নামলো। জিয়াকে খুশি হয়ে টাকা সাধলাম। সে আমার টাকা ফেরত দিল। একটি টাকাও রাখলো না। যে গুটিটি কান থেকে বের করতে আমাকে ঢাকা পর্যন্ত যাওয়া লাগতো এবং কত টাকা খরচ হতো তার হিসেব পেতাম না। তাছাড়া যদি অপারেশন করা লাগতো তাহলে কেমন হতো তা অনুভব করলে আজো আমি থমকে যাই। জিয়ার অভিজ্ঞতা আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে।
আজকের ঘটনাটিও যখন ঘটে তখন আমি হাসপাতালে অন্য একটি প্রোগ্রামে। জিয়া ফোন করে জানালো তার দোকানে যেতে। আমি গিয়ে দেখি তার অসাধ্য সাধন। কখনো কখনো শিক্ষার চেয়ে যে অভিজ্ঞতাও কাজে লাগে তার বাস্তব উদাহরণ জিয়া। আজকের শিশুটির গলা থেকেও পিনটি বের করতে না পারলে তার পরিবারকে হয়তো ঢাকা বা বরিশাল দৌড়াতে হতো।
গত বছরের ১৭ জুলাই লালমোহন হাসপাতালে আরেকজন শিশুর কান থেকে একটি তেলাপোকা বের করে প্রশংসিত হয়েছিলেন ডা. শহীদুল ইসলাম। মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর বাম কানে একটা তেলাপোকা ঢুকে যায়। বাড়িতে ওরা কানের ড্রপ দিয়ে এবং পরে নানাভাবে চেষ্টা করেও বের না করতে পেরে লালমোহন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ডা. শহীদুল ইসলাম তেলাপোকাটি বের করতে সক্ষম হন।  লেখক: সাধারণ সম্পাদক,লালমোহন প্রেসক্লাব







তীব্র তাপদাহে ভোলার মানুষ বিপর্যস্ত পৌর মেয়রের উদ্যোগে শহরে লেবুর শরবত বিতরণ

তীব্র তাপদাহে ভোলার মানুষ বিপর্যস্ত পৌর মেয়রের উদ্যোগে শহরে লেবুর শরবত বিতরণ

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ

বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক সেমিনার

বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক সেমিনার

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

ভোলায় অসহায় মানুষকে কোস্টগার্ডের স্বাস্থ্য সেবা

ভোলায় অসহায় মানুষকে কোস্টগার্ডের স্বাস্থ্য সেবা

মহান মে দিবস আগামীকাল

মহান মে দিবস আগামীকাল

জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

যুক্তরাজ্যে সংবর্ধিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে সংবর্ধিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী

দেশের বিভিন্ন জেলায় বিরাজমান তাপপ্রবাহ আগামীকাল অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলায় বিরাজমান তাপপ্রবাহ আগামীকাল অব্যাহত থাকতে পারে

আরও...