অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


হাতিয়ায় গ্রামীণ জন উন্নয়নের ৫১ তম শাখার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৪৩৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ক্ষুদ্রঋণ কর্মসুচির মাধ্যমের দারিদ্র্য বিমোচন, সচ্ছলতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভোলা জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এখন নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় যাত্রা আরম্ভ করেছে। হাতিয়া উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডে সম্প্রতি সংস্থার ৫১ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল হক, প্রাক্তন চেয়ারম্যান চরকিং ইউনিয়ন।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কর্মসূচি পরিচালক হুমায়ুন কবীর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক আজাদ হোসাইন, ক্ষুদ্রঋণ উপ-পরিচালক জাহিদুর রহমান, মনিটরিং বিভাগের সহকারী পরিচালক মমিন তালুকদার, ক্ষুদ্রঋণ সহকারী পরিচালক সাহাব উদ্দিন সাবু, সহকারী পরিচালক জাকির হোসেন, আইটি এন্ড এমআইস বিভাগের সহকারী পরিচালক ফোরকান মিয়া, মনিটরিং কর্মকর্তা সাইফুল ইসলাম সুজন, এরিয়া ইনচার্জ বশির আহমেদ ও আমজাদ হোসেন প্রমূখ।






আরও...