অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৬ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ১ লাখ মে: টন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

৪২৮




বাংলার কণ্ঠ প্রতিবেদক : সঠিকভাবে অভিযান পরিচালনা ও জেলেরা সরকারি আইন মেনে চলায় ভোলায় গত ৬ বছরে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ১ লাখ মে: টন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা এ তথ্য নিশ্চিত করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ।
এ সময় তিনি জানান,  ভোলায় গত ২০১৫-১৬ সালে ইলিশ উৎপাদন হয়েছে ৯৮ হাজার ৪০৪ মে: টন, ২০১৬-১৭ সালে ১ লাখ ২৯ হাজার ৫৫৮ মে: টন, ২০১৭-১৮ সালে ১ লাখ ৩১ হাজার ৭৩৯ মে: টন, ২০১৮-১৯ সালে ১ লাখ ৩০ হাজার ৮৯২ মে: টন, ২০১৯-২০ সালে ১ লাখ ৭১ হাজার ২৬৮ মে: টন ও ২০২০-২১ সালে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মে: টন। যার বিগত ২০১৫-১৬ সালের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ মে: টন বেশি। এছাড়াও বর্তমানে ২০২১-২২ সালের হিসেব এখনও প্রস্তুত হয়নি। কিন্তু তাও অনেক বেড়েছে। মতবিনিময় সভার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোলা জেলায় মাছের চাহিদা ৫২ হাজার ৪৫ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৩৫৭ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে ১ লক্ষ ৭২ হাজার ৩১২ মেট্রিক টন।
 জেলা মৎস্য কর্মকর্তা  আরো জানান, বাংলাদেশে মোট ইলিশ উৎপাদনের ৩ ভাগের ১ ভাগই ভোলায় জেলায় হয়ে থাকে। যার কারণে ভোলা জেলা ইলিশ উৎপাদনের অন্যতম জেলা। তবে আমরা ভোলা জেলায় ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি করার জন্য আগামীতে সরকারি নিষেধাজ্ঞার সময় কঠোর অভিযান পরিচালনা করবো। যাতে কোন প্রকার অসাধু জেলেরা নদীতে গিয়ে মা ইলিশ শিকার করে ইলিশ উৎপাদনকে ব্যহত করতে না পারে।
এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা, বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, স্থানীয় পর্যায় সফল মৎস্যচাষী/ব্যাক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণসহ বিভিন্ন কমর্সুচি পালন করা হবে বলে জানানো হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, প্রেসক্লাবের সহ সভাপতি জুন্নু রায়হান, এডভোকেট সাহদাত হোসেন শাহীনসহ বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিক বৃন্দ।





আরও...