অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নকল বই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৩৩৪

ইসতিয়াক হোসেন : ভোলায় নকল বই বিক্রি করায় একটি বইয়ের দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল বইগুলো জব্দ করা হয়েছে।  
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদল হাসানের নেতৃত্বে একটি দল ভোলা শহরের বাংস্কুল মোড় সংলগ্ন আব্দুল্লাহ বুক স্টোরে অভিযান চালায়। এ সময় নকল অফাধহপবফ খবধৎহবৎং ঊহমষরংয নড়ড়শ বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায়  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।





আরও...