অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


সাগরে ঝড়ের কবলে পড়ে চরফ্যাসনের ৪০ জেলেসহ ৩ ট্রলার ডুবি ,১৩ জেলে উদ্ধার,২৭ জেলে নিখোঁজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০১৯ রাত ১০:৩৪

remove_red_eye

৫৮৮

আমিনুল ইসলাম,চরফ্যাসন : বঙ্গপোসাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের ৪০ জেলেসহ ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জেলে উদ্ধার হলেও ২৭ জেলে নিখোঁজ রয়েছে। আজ রবিবার রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোন সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, গত ২ দিন আগে সামরাজ মৎসঘাট থেকে মনির মাঝি ও মামুন মাঝির ২টি ট্রলার ২৭ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। রবিবার ভোরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ২ টি নিখোঁজ হয়। চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, মামুন মাঝির ট্রলার ডুবে গেলেও ওই ট্রলারের ১৩ জেলে উদ্ধার হয়েছে। তবে মনির মাঝির ট্রলারের জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।
অপর দিকে প্রত্যক্ষদর্শী জেলে হোসেন জানান, রবিবার ভোরে ঝড়ের কবলে পড়ে দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের ১৪ জেলে সাগরে ৭ বান এলাকায় শাজাহান মাঝির ট্রলার ডুবে যায় । কিন্তু নিখোঁজ জেলেদের কোন সন্ধান না যায়নি। এতে করে নিখোঁজ জেলেদের পরিবারে স্বজনরা চরম উৎকন্ঠায় রয়েছে। এ ব্যাপারে দুলার হাট থানার ওসি মো: মিজানুর রহমান পাটোয়ারি জানান, নুরাবাদ এলাকার ১৪ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।
ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের লে: শাকিল সাংবাদিকদের জানান,তাদের পশ্চিম জোনের কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো কোন আপডেট খবর পাওয়া যায়নি।