অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রায়চাঁদ স:প্রা: বিদ্যালয় চ্যাম্পিয়ন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২২ রাত ০৯:৫৯

remove_red_eye

৪২৪



মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ভোলার লালমোহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উ: রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো: আক্তারুজ্জামান মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শওকত আলী হেলাল, সি: সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাস্টার ও রেহানা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ আরো অনেকে।