অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় হুমায়ূন আহমেদ স্মরণে সাহিত্য আড্ডা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

৮১৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক:  বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা প্রেসক্লাবে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি ভোলার পাঠক ফোরাম আয়োজিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান। আড্ডার মধ্যমনি ছিলেন নাজিউর রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল কবি পীযুষ কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাজহারুল ইসলাম, বিশিষ্ট সংগীতশিল্পী মনির চৌধুরী।
মধ্যরাত অবধি চলমান আড্ডায় হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান বাহার, বিশিষ্ট কলামিস্ট ও কবি সহকারী অধ্যাপক কামাল হোসেন, কবি জুলফিকার আলী, কবি আল মনির, সাংবাদিক আলোয়ার সুজন, সাংবাদিক এইচ আর সুমন প্রমূখ। আড্ডার ফাঁকে ফাঁকে আবৃত্তি এবং সংগীত পরিবেশন করেন শিল্পী মনির চৌধুরী, শিল্পী জসিম রানা,  কবি জুলফিকার আলী প্রমূখ।