অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার হয়রানির অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৩৫১





বাংলার কণ্ঠ প্রতিবেদক : জমির বিরোধকে কেন্দ্র করে ভোলাার দৌলতখান উপজেলার সক্রিয় বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান ( নান্নু)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায়  জিডি পর্যন্ত করা হয়েছে। কিন্তুু  কোন প্রতিকার তিনি পাননি।  এ সব ঘটনার প্রতিবাদে সোবমবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচাকারী অভিযুক্ত বাছেদ ইকবাল ও কাজী জামালের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা শাজাহান নান্নু জানান, তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে একাত্তরে রণাঙ্গনে সরাসারি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাঁর দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ০৬৪০৭০১৩৩। প্রধানমন্ত্রী কর্তৃক সনদ নম্বর ৪০৭৮১ ও অনলাইন নম্বর ০১০৯০০০১২৪৮। তিনি একজন হার্টের রোগী। কিন্তু জমির বিরোধের জের ধরে স্থানীয় ভূমিদস্যু স্বাধীনতা বিরোধী আব্দুল বাছেদ ইকবাল ও কাজী জামাল মিলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ বিভিন্ন যায়গায় ভূয়া মুক্তিযোদ্ধা বলে অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা প্রচারনা চালাচ্ছে। নান্নু অভিযোগ করেন, তার পৈত্তিক ও নিজের ক্রয় করা ৮শতাংশ জমি দখল করার জন্য কয়েকবার চেষ্টা করে বাছেদ ইকবাল গ্রæপ। জমি দখল করতে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার শুরু করছে। এতে করে শাজাহানের সম্মানহানিসহ মুক্তিযোদ্ধাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। একই সাথে তারা বিভিন্ন যায়গায় তাকে নিয়ে বাজে মন্তব্য করে আসছে। তাদের মিথ্যাচারের বিরুদ্ধে তিনি দৌলতখান থানায় দুইটি সাধারণ ডায়েরীও করা হয়। সর্বশেষ জিডির নং ৫৮৪,তারিখ ১২.৬.২২ইং। কিন্তু তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি । তাই তিনি সাংবাদিক সম্মেলন করে এ অপপ্রচারকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ ন ম জগলুল পাশা জানান, মো. শাহজাহান নান্টু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। ভোলার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের জানান, শাজাহান নান্টু মুক্তিযুদ্ধের সময় ভোলার মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেছেন। এমনকি মুক্তিযোদ্ধাদের গুলি সরবারহ করতেন।