অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান হাসপাতালে বর্জ্য অপসারণের ভ্যান উপহার দিলো পৌরসভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ সকাল ১১:৪৫

remove_red_eye

৩৬৫



 দৌলতখান প্রতিনিধি : ভোলা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণের জন্য দুটি ভ্যান উপহার  দেয়া হয়েছে।  রবিবার (১৭ জুলাই) সকাল ১১টায় দৌলতখান পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে দৌলতখান হাসপাতালের বর্জ্য অপসারণের জন্য এ দুটি ভ্যান  হস্তান্তর করা হয়।
এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার বলেন,দীর্ঘদিন ধরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এতে বিড়ম্বনায়  পড়তে হয়েছে রোগী ও চিকিৎসকদের। দুর্গন্ধযুক্ত ময়লা- আবর্জনা যত্রতত্র ফেললে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে রোগী ও চিকিৎসকরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ সমস্যা থেকে উত্তোরণের জন্য পৌরসভার পক্ষ থেকে এ দুটি ভ্যান হাসপাতাল কর্তৃপক্ষকে উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আনিসুর রহমান।