অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৪৪৭


ইয়াছিনুল ঈমন : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা জাতীয় পার্টির আয়োজনে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়ামাহফিল অনুষ্ঠিত, হয়েছে । ১৪ জুলাই সকাল ১১ টায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়যে  দোয়ি মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিম গোলদার ,যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান বাবুল , সহ-সভাপতি বিল্লাল খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কবির ভূঁইয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ সহ যুব সংহতি, ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় এইচএম এরশাদের জীবন-দর্শন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এরপর জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





আরও...