অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চ ঘাট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৪৬

remove_red_eye

৩৪৩



যাত্রীদের চরম দুর্ভোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পূর্ণিমার অতি জোয়ার এবং উজানের পানির চাপের কারনে মেঘনায় জোয়ারের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জোয়ারের পানিতে ভোলার ইলিশ ফেরিঘাটের লো-ওয়াটার এবং হাই-ওয়াটার দুটি ঘাটই তলিয়ে যাচ্ছে। এতে ফেরি থেকে যানবাহন উঠা নামায় ব্যহত হচ্ছে। জোয়ার কারণে গতকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুই বেলা ৪ থেকে ৫ ঘণ্টা পানির নিচে ডুবে থাকে ফেরির অ্যাপ্রোচ সড়ক।
বৃহস্পতিবার দুপুরে ঘাটের এ্যাপ্রোচ ডুবে যাওয়ায় আটকা পড়েছে যানবাহন। এতে বিপাকে পড়েছেন যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ভাটায় পানি কমার জন্য ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদেরকে।
অপর দিকে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ইলিশা লঞ্চঘাটের পৃথক তিনটি পল্টুনের দুটিতে যাত্রীরা স্বাভাবিকভাবে ওঠা নামা করতে পারছে না। বাধ্য হয়ে ছোট ছোট নৌকায় যাত্রীরা ওঠা নামা করছেন। এতে একদিকে যেমন জীবনের ঝুঁকি রয়েছে অপর দিকে গুণতে হচ্ছে বাড়তি টাকা।
এদিকে বিআইডবিøউটিসির টার্মিনাল অ্যাসিসটেন্ট কামরুল ইসলাম জানান, অতি জোয়ারের কারণে সাময়িক এই অসুবিধা। কয়েক ঘণ্টা পর পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তাছাড়া বিআইডবিøউটিএর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।





আরও...