অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ছে ভোলার ইলিশা লঞ্চঘাটে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৩১৯



অতিরিক্ত যাত্রী নিয়ে  চলছে নৌযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দক্ষীণাঞ্চলের জেলা ভোলার ইলিশা লঞ্চঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে ইলিশা লঞ্চঘাট থেকে কর্মস্থলের উদ্দেশ্যে ধারণ ক্ষমতার কয়েক গুণ অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ও সি-ট্রাক ঢাকা ও লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সরেজমিনে বৃহস্পতিবার সকাল ১০টায় “এসটি খিজির” নামে একটি সি-ট্রাক ইলিশা ঘাট থেকে প্রায় এক হাজার যাত্রী নিয়ে এবং “এম.ভি পারিজাত” নামে অপর একটি লঞ্চ প্রায় দুই হাজার যাত্রী নিয়ে ল²ীপুর মজুচৌধুরীর হাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব নৌযানগুলোতে কোথাও দাঁড়ানোর মতো জায়গা ছিলো না। যাত্রীদেরকে গাদাগাদি করে নৌযানে তোলা হয়। ছাদ থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত চরম দুর্ভোগ নিয়ে গন্তব্যের উদ্দেশ্য বাধ্য হয় যেতে হয় তাদের। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে একদিকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে ভোলা ল²ীপুর রুটের উত্তাল মেঘনা নদীতে যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছেন যাত্রিরা।  ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা-ঢাকা ও ভোলা ল²ীপুর রুটে প্রতিদিন ২১টি লঞ্চ ও সি-ট্রাক চলাচল করে।





আরও...