অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঈদের দিন সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে বটির আঘাতে প্রতিবেশী যুবকের মৃত্যু


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১০ই জুলাই ২০২২ দুপুর ০১:০৯

remove_red_eye

৪১৭

ইসতিয়াক আহমেদ : ভোলা সদর উপজেলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বঁটির আঘাতে নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহে আলমের ছেলে। সকাল ৮টার দিকে ওই এলাকায় ঘটনাটা ঘটে।খবর পেয়ে নাহিদকে আঘাতকারী রায়হানকে আটক করেছে পুলিশ।আটক রায়হান একই ইউনিয়নের চৌমুহনী গ্রামের বশির মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রায়হানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রায়হান তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় প্রতিবেশী নাহিদ ঈদের দিনে ঝগড়া দেখে তাদের থামাতে যান। এক পর্যায়ে রায়হানের বঁটির আঘাতে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশি পাল বলেন, নাহিদকে গলা কেটে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে।

 





আরও...