অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সকল শ্রেণী পেশার মানুষকে খুঁজে খুঁজে সহায়তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১০:৪৪

remove_red_eye

৩২৯



তজুমদ্দিন প্রতিনিধি :   ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন -ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে ভিজিডি বিতরণ করেছেন। যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। শেখ হাসিনার মতো অতীতে কেউ এসব হতদরিদ্রদের ঈদ-পূজায় খোঁজখবর রাখে নি। সকল শ্রেণী পেশার মানুষকে খুঁজে খুঁজে বের করে সহায়তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যই বিশ্ব দরবারে বাংলাদেশে সুনাম বৃদ্ধি হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন। তিনি তজুমদ্দিন উপজেলার ৫ টি ইউনিয়নে ১১১১৯ টি পরিবারের মাঝে   প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ র ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন।

শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান  মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু,  নুরনবী শিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মেজবাহউদ্দিন স¤্রাট।