অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে একই পরিবারে সাতজনকে পিটিয়ে আহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১২:৫৮

remove_red_eye

৩১৫

 জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে একই পরিবারের সাত সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল মান্নান (৫৫), তার স্ত্রী বিবি জয়নব (৪২) বোন হাসিনা ওরফে পুতুল (৩৫) মেয়ে শিবলু (৩০) ছেলে জিহাদ (১৮) নাহিদ (১৫) ও মা জাহানারা বেগম (৭০)। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার জসিম মিঝি (৫৬) তার স্ত্রী রানু বিবি (৪০) ছেলে রাসেল (২২) ভাই দুলাল মিঝি, ভাইয়ের স্ত্রী পারভীন ও চাচাতো ভাই মনির মিঝি। বৃহস্পতিবার ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিঝির হাট বাজারে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুল মন্নান সাংবাদিকদের জানান, কয়েকমাস ধরে প্রতিপক্ষ জসিম মিঝি গংদের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে একটি দোকান ঘর রয়েছে। বৃহস্পতিবার দোকানের বেড়ার কাজ করতে গেলে প্রতিপক্ষ জসিম মিঝির ছেলে রাসেল-এর সাথে তার বাকবিতÐা হয়। এ সময় কোনকিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষ জসিম মিঝি, তার স্ত্রী রানু বিবি, ছেলে রাসেল, ভাই দুলাল মিঝি, ভাইয়ের স্ত্রী পারভীন ও চাচাতো ভাই মনির মিঝি লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে স্ত্রী বিবি জয়নব, বোন হাসিনা ওরফে পুতুল, মেয়ে শিবলু, ছেলে জিহাদ, নাহিদ ও মা জাহানারা বেগম এগিয়ে আসলে তাদের মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।
এদিকে এসব বিষয়ে জানতে অভিযুক্ত জসিম মিঝির সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তাই বক্তব্য দেওয়া সম্ভাব হয়নি।দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।