অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে কোরবানির গরু ক্রয় করতে গিয়ে যুবক নিখোঁজ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ রাত ১১:০৪

remove_red_eye

৩৭৫



 দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখান উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদ এর ছেলে হাফেজ ইকবাল (৪০) গত ৫/৭/২০২২ ইং তারিখ মঙ্গলবার  দুপুর তিনটার সময় দৌলতখান বাজারে কোরবানির গরু ক্রয় করার উদ্দেশ্যে জান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার বাবা হাফেজ আব্দুল হামিদ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে  দৌলতখান থানায় গত ৬/৭/২০২২ ইং তারিখে একটি সাধারণ  ডায়রি করেন।যার  নাম্বার ২৪০ । ছেলেকে না পেয়ে পরিবারের ওপর যেন কালো ছায়া নেমে এসেছে। ছেলের  সন্ধান চেয়ে হাফেজ ইকবাল এর পিতা হাফেজ আব্দুল হামিদ বৃহস্পতিবার বিকাল তিনটার সময় তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী মন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভোলার পুলিশ সুপারসহ প্রশাসনের সর্বস্তরের কর্তৃপক্ষের  কাছে আবেদন জানান।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, জিডির আলোকে তদন্ত চলছে।