অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা জেলায় এমপিওভুক্ত হলো ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ সকাল ০৮:৪৫

remove_red_eye

২২১৩

ইসতিয়াক আহমেদ: ভোলায় নতুন করে ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে ৩১টি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের অধীনে ১৩ টি মাদ্রাসা এবং ৪ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। 

 বুধবার রাষ্ট্রপতির অনুমতি ক্রমে উপসচিব সোনা মনি চাকমা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের উপসচিব(এমপিও) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পৃথক ২ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায় ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে ৬ টি, নিন্ম মাধ্যমিক পর্যায়ে ১৯ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১ টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে ভোলা সদর উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়,চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ মধ্যমিক বিদ্যালয়, কুকরি মুকরি মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার ফয়েজুদ্দিন উচ্চ বিদ্যালয়। 

নি¤œ মাধ্যমিক পর্যায়ে ভোলা সদর উপজেলার সদুর চর উচ্চ বিদ্যালয়, রাজাপুর আদর্শ জুনিয়র উচ্চ বিদ্যালয়, লালমোহন উপজেলার হোসনেয়ারা বেগম উচ্চ বিদ্যালয়, খাদিজা খানম জুনিয়র উচ্চ বিদ্যালয়, চরভূতা নম গ্রাম করিমুন্নেসা জুনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ পাঙ্গাশিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, আচতা বাজার জুনিয়র বিদ্যালয়, শহীদ মোতাহার উদ্দিন জুনিয়র ম্যামোরিয়াল বিদ্যালয়, তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাঁচড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, চরফ্যাশন উপজেলার চরফ্যাশন জুনিয়র মডেল উচ্চ বিদ্যালয়, কচ্ছপিয়া নীলিমা জ্যাকব জুনিয়র উচ্চ বিদ্যালয়, ফরিদাবাদ জুনিয়র উচ্চ বিদ্যালয়, হাজারীগঞ্জ উচ্চ বিদ্যালয়, গফুরপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ নজরুল নগর জুনিয়র বিদ্যালয়, শামীম ম্যামোরিয়াল জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়, নুরাবাদ ইসলামিয়া জুনিয়র বিদ্যালয়, সুলতান মিয়ার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়, আবু বকর পুর জুনিয়র উচ্চ বিদ্যালয়, সাবেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বালিকা স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত হয়েছে। 

উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে ভোলা সদর উপজেলার মানিক মিয়া আইডিয়াল কলেজ, বোরহান উপজেলার হাফিজ ইব্রাহিম কলেজ, লালমোহন উপজেলার টি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী কলেজ, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন হোসনেয়োরা চৌধুরি মহিলা কলেজ, মনপুরা উপজেলা সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ। এদিকে ডিগ্রী কলেজ পর্যায়ে গতকাল প্রকাশিত তালিকায় ভোলার নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের অধীনে ১৩ টি মাদ্রাসা ও ৪ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। 

মাদ্রাসার দাখিল পর্যায়ে ভোলা জেলার মোট ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলার ১ টি, চরফ্যাশন উপজেলার ৪ টি, দৌলতখান উপজেলার ১টি। 

ভোলা সদর উপজেলার রতনপুর দাখিল মাদ্রাসা, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা,হাসাননগঞ্জ দাখিল মাদ্রাসা, উত্তর ফ্যাশন আদর্শ দাখিল মাদ্রাসা, কুকরি- মুকরি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

কামিল পর্যায়ে পর্যায়ে ভোলা জেলায় চরফ্যাশন উপজেলার করিমজান মহিলা কামিল মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে।

ফাজিল পর্যায়ে ভোলা জেলার মোট ২ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলার ১ টি, চরফ্যাশন উপজেলার ১। ভোলা সদর উপজেলার দক্ষিণ জামিরালতা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, চরফ্যাশন উপজেলার আবুবকর পুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

 আলিম পর্যায়ে ভোলা জেলার মোট ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার ১টি, তজুমদ্দিন উপজেলার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। চরফ্যাশন উপজেলার দক্ষিন চাচড়া রাব্বিনা আলিম মাদ্রাসা, তজুমদ্দিন উপজেলার পূর্ব গোলকপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসা, চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসা, শম্ভুপুর খাসের হাট ইসলামিয়া আলিম মাদ্রাসা। 

কারিগরি এসএসসি পর্যায়ে ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ মডেল টেকনিক্যাল এবং ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ।

এইচএসসি(বিএম) পর্যায়ে ভোলার লালমোন উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। রমাগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ, ধলিগৌরনগর কলেজ, পশ্চিম চর উমেদ মডেল টেকনিক্যাল এবং ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের তিনটি ট্রেড এমপিওভুক্ত হয়েছে।