অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মনপুরার ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে পানি ডুকে ৩ গ্রাম সহ নিন্মাঞ্চল প্লাবিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুলাই ২০১৯ রাত ১০:৩১

remove_red_eye

৫৬০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় টানা ৫ দিনের বৃষ্টি ও জোয়ারে ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে পানি ডুকে তিন গ্রামসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়। এতে ৫ হাজার মানুষ দিনে-রাতে দু’বেলা পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়াও জোয়ারের পানিতে ৩ শতাধিক পুকুর ও ঘেরের মাছ জোয়ারে পানিতে ভেসে গেছে।

এদিকে মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর, চর নিজাম ও কাজীরচরের নি¤œাঞ্চল অতি জোয়ারের ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে জানান স্কুল শিক্ষক ফারুক ফরাজী ও চরনিজাম ইউপি সদস্য নুরনবী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট, হাজিরহাট ইউনিয়নের দাসের হাট, সোনারচর এলাকা প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার ৩ শতাধিক পুকুর, মাছের ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। টানা বর্ষনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, অতি বর্ষন ও জোয়ারে বেড়ীবাঁধের কাজ করা যাচ্ছে না। তবে দ্রæত বেড়ীবাঁধ নির্মানের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে।