অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর নামের সড়কে বৃক্ষ রোপণ করলেন এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৮৫৩

লালমোহন প্রতিনিধি ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন ও ওই সড়কে ৪ হাজার বৃক্ষ রোপণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের উদ্বোধন করেন এমপি শাওন। পরে এক সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্মরণ রাখতে এ সড়কটি নাম করণ করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু তার জীবন-যৌবন বাঙালী জাতির জন্য উৎসর্গ করেছেন। তার জীবনের শ্রেষ্ট সময়গুলো বাঙালীদের জন্য পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন।
বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন প্রমূখ উপস্থিত ছিলেন।