অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পদ্মা সেতুর সুফল: ভোলা-ঢাকা রুটে চালু হচ্ছে বাস সার্ভিস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২২ রাত ০১:৩৬

remove_red_eye

১৬৭১

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সন্ধ্যা হলেই দ্বীপজেলা ভোলা থেকে অন্য জেলায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা  বিচ্ছন্ন হয়ে যায় । বিশেষ কোন ব্যবস্থা ছাড়া তখন আর অন্য জেলায় যাওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার মধ্যদিয়ে পাল্টে যাচ্ছে এ জেলার চিত্র। পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করছে এ অঞ্চলের  মানুষ। 

খুব শিগগিরই ভোলা-ঢাকা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছে জেলা বাস সমিতির নেতারা। বর্তমানে দক্ষিণাঞ্চলের এই দ্বীপ জেলা থেকে রাজধানীতে যোগাযোগের একমাত্র ভরসা লঞ্চ। কিন্তু সেই লঞ্চ র্নিধারিত একটা সময়ে চলাচল করে, তাই জরুরি প্রয়োজন থাকলেও সন্ধ্যার পর ঢাকায় যেতে পারেন না এ জেলার মানুষ।

কিন্তু পদ্মা সেতুর চালু হওয়ার পর থেকে সেই চিত্র পাল্টে গেছে। এখন যে কোন সময় রাজধানীতে যেতে পারবেন দ্বীপের  মানুষ। তবে ভোলা-ঢাকা রুটে বাস সার্ভিস চালু না থাকায় এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে এ জেলা থেকে বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণের ২১ জেলার মানুষ পুরোপুরি সুফল ভোগ করছে, কিন্তু আমরা ভোলার মানুষ, সেই সুবিধা পাচ্ছি না। তাই এখানে বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।

যাতায়াত ব্যবস্থা সহজ হলে  জেলার অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা দেখা দেবে। রাজধানীর সঙ্গে বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে বলে মনে করছে ফেরি কর্তৃপক্ষ।

ভোলা-বরিশাল রুটের ফেরি সার্ভিসের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জসিম বলেন, বাস সার্ভিস চালু হলে আমরাও দিবারাত্রী ফেরি চালু রাখব। একই সঙ্গে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

ভোলাসহ দক্ষিাণাঞ্চলের যাত্রীদের যাত্রাপথ আরও সহজ করতে খুব শিগগিরই ভোলা-ঢাকা রুটে বাস সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমরা প্রথম বারের মতো  -ঢাকা রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এখন ফেরি সার্ভিস নিরবচ্ছিন্ন হলে আর কোন সমস্যা থাকবে না। ভোলা-বরিশাল সেতু হলে ভোলায় যোগাযোগ আরও সহজ হবে।